Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।

 নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন। 

Main Comtent Skiped

Title
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান জনাব অজয় কুমার চক্রবর্ত্তী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।
Details

“বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন অজয় কুমার চক্রবর্ত্তী”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব অজয় কুমার চক্রবর্ত্তী-কে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গত ২৭ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) চেয়ারম্যান পদে পদায়ন করা হয়।

০১ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখে জনাব অজয় কুমার চক্রবর্ত্তী বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চেয়ারম্যান হিসেবে যোগদান করে ধানমন্ডি ৩২ নম্বর এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে জনাব অজয় কুমার চক্রবর্ত্তী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় বাপবিবোর্ডের সদস্য (প্রশাসন) জনাব মোঃ হাসান মারুফ ও গোপালগঞ্জ পবিসের জেনারেল ম্যানেজার জনাব মোঃ জুলফিকার রহমানসহ বাপবিবো ও পল্লী বিদ্যুৎ সমিতির অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জনাব অজয় কুমার চক্রবর্ত্তী ১৫তম বিসিএস এর মাধ্যমে ১৯৯৫ সালে গণপূর্ত ক্যাডারে সহকারী প্রকৌশলী হিসেবে গণপূর্ত অধিদপ্তরে তার কর্মজীবন শুরু করেন। গণপূর্ত অধিদপ্তরে কাজ করার সময় তিনি খুলনা, বিপিএটিসি, কক্সবাজার, টাঙ্গাইল, রাজশাহী ও ঢাকায় দায়িত্ব পালন করেন। তিনি ২০১২ সালে উপ-সচিব পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করেন। পরবর্তীতে ২০১৯ সালে যুগ্মসচিব পদে এবং ২০২৩ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেন।

Images
Attachments
Publish Date
04/01/2024
Archieve Date
31/03/2024