Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।

 নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন। 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগপ্রাপ্তদের পবিবোর্ড কর্তৃক সংবর্ধনা প্রদান।
বিস্তারিত

বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশনের ৩৮, ৩৯, ৪০ ও ৪২ তম বিসিএস পরীক্ষায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োজিত নবীন কর্মকর্তা/কর্মচারীগণের এবং পবিবো/পবিসের কর্মকর্তা/কর্মচারীগণের সন্তানদের মধ্য হতে মোট ১৭ জন বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। নব নিয়োগপ্রাপ্ত ক্যাডারদের ২৯/১১/২০২২ খ্রি. তারিখ, রোজ মঙ্গলবার বাপবিবো’র বোর্ড রুমে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাপবিবো’র সদস্য (অর্থ) জনাব দীপংকর বিশ্বাস এর সভাপতিত্বে ক্রীসকপ কর্তৃক আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপবিবো’র মাননীয় চেয়ারম্যান জনাব মোহাং সেলিম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে নব নিয়োগপ্রাপ্ত ক্যাডারদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাপবিবো’র মাননীয় চেয়ারম্যান। পরবর্তীতে ক্যাডারদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি মহোদয় সমাপনী বক্তব্য প্রদান করেন। বিসিএস এ নিয়োগপ্রাপ্ত বাপবিবো এবং পবিসের কর্মকর্তা এবং কর্মকর্তা/কর্মচারীগণের সন্তানদের মধ্য হতে ইসলামুল হক শুল্ক ও আবগারি ক্যাডারে, নিয়ামত উল্লাহ সরকার ট্যাক্স ক্যাডারে, সিদরাতুল মুনতাহা তাছমি সাধারণ শিক্ষা (ইংরেজি) ক্যাডারে, মোঃ মহসীন আলী অডিট এ্যান্ড একাউন্টস ক্যাডারে, মোঃ মওদুদ হাসান পশুসম্পদ ক্যাডারে, মোঃ রাহাজ উদ্দীন সাধারণ শিক্ষা ক্যাডারে, কামরুন নাহার সাধারণ শিক্ষা (প্রাণিবিদ্যা) ক্যাডারে, মোঃ শিব্বির আহমেদ প্রশাসন ক্যাডারে, আবদুল কুদ্দুস সাধারণ শিক্ষা ক্যাডারে, ফারজানা শারমিন কৃষি ক্যাডারে, মোঃ ইমরান হোসেন সাধারণ শিক্ষা ক্যাডারে, এস. এম সায়েম পররাষ্ট্র ক্যাডারে, রিমি রায় ট্যাক্স ক্যাডারে, আফিফান নজমু প্রশাসন ক্যাডারে, মোহাম্মদ আজমাইন ইকতিদার স্বাস্থ্য ক্যাডারে, মোঃ সাদেকুর রহমান স্বাস্থ্য ক্যাডারে এবং ডাঃ রিজা আফরোজ স্বাস্থ্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
01/12/2022
আর্কাইভ তারিখ
05/03/2023